২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ব্রিটেনে বিদেশী শিক্ষার্থীদের কাজের সময় বাড়তে পারে

ব্রিটেনে বিদেশী শিক্ষার্থীদের কাজের সময় বাড়তে পারে। - ছবি : সংগৃহীত

অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশী শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, আতিথেয়তা ও খুচরা ব্যবসার মতো ক্ষেত্রগুলোতে ঘাটতি মোকাবেলায় যুক্তরাজ্য বিদেশী শিক্ষার্থীদের আরো বেশি খণ্ডকালীন চাকরি নিতে উৎসাহিত করার উপায় খুঁজছে। বিদেশী শিক্ষার্থীদের কাজের সময়সীমা সপ্তাহে ২০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩০ ঘণ্টা করা বা এই সময়সীমা সম্পূর্ণরূপে তুলে নেয়ার বিষয়ে সরকার আলোচনা শুরু করছে।

প্রতিবেদনে আরো বলা হয়, নির্দিষ্ট সময় কাজ করার বাধা সরিয়ে নেয়া ও শিক্ষার্থীদের কাজ করতে উৎসাহিত করতে তারা আর কী করতে পারে তা খতিয়ে দেখছেন মন্ত্রীরা।

তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকার এখনো একমত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement