২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রুশ যুদ্ধ ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়টিকে বৈধতা দিয়েছে : কিসিঞ্জার

- ছবি - ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার (৯৯) বলেছেন, রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার কোনো মানে নেই। যদিও এর আগে দীর্ঘদিন ধরেই তিনি এর বিরোধিতা করে এসেছেন।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে কিসিঞ্জার ভার্চুয়ালি বলেছেন, ইউক্রেনের জন্যে ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি একটি যথাযথ ফলাফল বয়ে আনবে।

তিনি আরো বলেছেন, যুদ্ধের আগে আমি ইউক্রেনের ন্যাটো হওয়ার বিষয়টির বিরোধিতা করেছি। কারণ আমার আশঙ্কা ছিল এ কারণে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা আমরা এখন দেখছি।

গত মাসে কিসিঞ্জার রক্ষণশীল ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য স্পেকটেটরে’ এক নিবন্ধে রুশ ইউক্রেন যুদ্ধকে ১৯১৪ সালের সাথে তুলনা করেন যখন বৃহৎ শক্তিসমূহ বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল।

দাভোসে তিনি বলেন, এই সঙ্ঘাতকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরিণত হওয়া থেকে বিরত রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়ার পুনরায় যোগদানের বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, পরমাণু শক্তিধর বৃহৎ দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা পরিহার করাও গুরুত্বপূর্ণ।


আরো সংবাদ



premium cement