২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নিপ্রো নদীতে রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন

- ছবি - ইন্টারনেট

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার কামান দাগিয়ে জাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

ফেসবুকে জেনারেল স্টাফ জানায়, জাহাজটি শনাক্ত করা গেছে। এবং ঘোষণার সাথে একটি ইনফ্রারেড ফটো দেখানো হয়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি টহল জাহাজে আগুন জ্বলছে।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট করেছে, ‘ইউক্রেনের কামান সফলভাবে নিপ্রো নদীতে একটি রাশিয়ান যুদ্ধাজাহাজে গুলি করেছে।’

যুদ্ধজাহাজটি কৌশলগত নদীর ব-দ্বীপে ছিল, যা ইউক্রেন এবং রাজধানী কিয়েভকে বিভক্ত করে। গত নভেম্বরে নদীর পূর্ব তীরে পিছু হটে রুশ বাহিনী। নিপ্রো নদীর তীরে ইউক্রেনীয় বন্দর শহর খেরসন অবস্থিত। গত মার্চের শুরু থেকে শহরটি রাশিয়ার দখলে থাকার পরে নভেম্বরে পুনরুদ্ধার করা হয়। নিপ্রো নদীটি নিপ্রোভস্কা উপসাগর হয়ে কৃষ্ণ সাগরে কয়েকটি দ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement