২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিরামহীন রুশ আক্রমণ ঠেকাতে দোনবাসে প্রতিরক্ষা জোরদার ইউক্রেনের

বিরামহীন রুশ আক্রমণ ঠেকাতে দোনবাসে প্রতিরক্ষা জোরদার ইউক্রেনের - ছবি : সংগৃহীত

বিরামহীন রুশ আক্রমণ ঠেকাতে পূর্ব দোনবাসের বাখমুতের আশপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইউক্রেন।

ইউক্রেনের কর্মকর্তারা সোমবার জানান, বাখমুতের কাছে থাকা ছোট্ট শহর সোলেডারে তাদের শক্তি বাড়ানো হয়েছে। এই এলাকার পরিস্থিতি বিশেষভাবে জটিল বলে কিয়েভ জানিয়েছে।


ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, 'শত্রু বাহিনী বিভিন্ন দিক থেকে সোলেডারে প্রবেশ করার বেপরোয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের ওই চেষ্টা ভণ্ডুল করে দেয়া হয়েছে।'

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, ওয়াগনার নামের একটি ভাড়াটে গ্রুপ রাশিয়ার হয়ে এই আক্রমণ চালাচ্ছে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন কয়েক মাস ধরে বাখমুত ও সেলেডার দখলের চেষ্টা করছেন। এতে উভয়পক্ষের বেশ হতাহত হয়েছে। তিনি শনিবার বলেন, এখানকার লবণ ও জিপসানের খনিগুলো তারা দখল করতে চায়। প্রিগোঝিন হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার তার নৈশ ভিডিওবার্তায় বলেছেন, বাখমুত ও সোলেডারকে তারা রক্ষা করে যাচ্ছেন। তবে পরিস্থিতি বেশ জটিল।
সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement