২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

ফ্রান্সে হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে না দেয়ায় মালিকের জরিমানা

প্রতীকী ছবি - ইন্টারনেট থেকে নেয়া

হিজাব পরা এক মুসলিম নারীকে রেস্টুরেন্টে প্রবেশে বাধা দেয়ায় মালিককে জরিমানা করেছে ফ্রান্সের এক আদালত।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসকু প্রদেশের বায়োনি শহরে এই ঘটনা ঘটে।

ডেইলি সাবাহ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ৬৪ বছরের এক মুসলিম নারী শহরের এক রেস্টুরেন্টে গেলে তাকে হিজাব খুলে প্রবেশ করতে বলা হয়। ধর্মবিদ্বেষের কারণে পরে বায়োনি শহরের আদালত ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করে।

ঘটনাটি ঘটে জুলাই মাসে মা দিবসের দিন। সেদিন ছেলের সাথে ওই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মা ও ছেলে রেস্টুরেন্টের সদর দরজায় এসে দাঁড়ালে সেখানকার মালিক এসে জানান, তিনি তাদের দু’জনকে প্রবেশ করতে দিবেন না। কারণ ওই নারী মাথায় হিজাব পরেছেন।

রেস্টুরেন্টটির মালিক ছিলেন এক নারী। তিনি খ্রিষ্টান বলে ধারণা করা হচ্ছে। তার গলায় খ্রিষ্টান ধর্মের প্রতীক সম্বলিত চেইন ছিল। তিনি মুসলিম নারীকে ‘জাদুকরী’ বলে তিরস্কার করছিলেন। এবং তাকে প্রবেশ করতে বাধা দেন।

রেস্টুরেন্ট মালিকের এমন মন্তব্যে ওই নারী ও তার সন্তান হতবাক হন। পরে তারা পুলিশ স্টেশনে গিয়ে ধর্ম অবমাননার অভিযোগ করেন। তদন্তের পর ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়।


আরো সংবাদ


premium cement
নড়িয়ায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু যুক্তরাষ্ট্রে টর্নেডো : একটি শহর প্রায় পুরোপুরি ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ২৬ রমজান উপলক্ষে সোমবার থেকে অফিস-ব্যাংকে নতুন সময়সূচি দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৮ ডেঙ্গুতে নতুন মৃত্যু ও আক্রান্ত নেই সুশাসন ও মজবুত গণতন্ত্র ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না : হারুনুর রশিদ খান স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণ হয়নি : আব্দুস সবুর ফকির ভারতে ২-৪ বছর সাজাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশী ৯ নারী ও শিশু সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া : পুতিন সেহরি জন্য ডাকতে ৩ হাজার ৪০০ ঢোল বাজানো হয় যে শহরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক বদল

সকল