০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯, ১০ রমজান ১৪৪৪
`

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২ - ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হলে এক পাইলট এবং এক রাশিয়ান ব্যবসায়ীসহ দুই ব্যক্তি নিহত হন। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

আঞ্চলিক এক কর্মকর্তা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর ‘দুটি লাশ উদ্ধার করা হয়েছে।’

ওই কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপরজন মাল্টিজ পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন’। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারি কোম্পানি মোনাকেয়ার পরিচালিত।

মোনাকেয়ার এএফপি’কে জানিয়েছে, ‘লোসান থেকে মোনাকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়।’

মোনাকেয়ার জানিয়েছে, হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিল।

মোনাকেয়ার আরো জানিয়েছে, বিমান পরিবহন পুলিশের সাথে ৫০ জনেরও বেশি উদ্ধার কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, দাবানলের কোনো ঝুঁকি ছিল না বলে জানান বিমান কতৃপক্ষ।
সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement