খেরসন থেকে পিছু হটার ঘোষণা রাশিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২২, ২২:৪৮

ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। শহরটির দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সেনাদের পিছু হটার নির্দেশ দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
বুধবার (৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের যুদ্ধের জন্য রুশ কমান্ডার সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটিতে আর রসদ সরবরাহ করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমাদের সেনাদের জীবন ও ইউনিটগুলোর লড়াইয়ের সক্ষমতা আমরা রক্ষা করবো। পশ্চিমতীরে তাদের মোতায়েন রাখার কোনো অর্থ হয় না। এসব সেনাদের অন্য রণক্ষেত্রে মোতায়েন করা যাবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা