১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রথমবার মসজিদে নামাজের অপেক্ষায় কোলনের মুসুল্লিরা

- ছবি - সংগৃহীত

জার্মানির কোলন প্রদেশে প্রথমবারের মতো মসজিদে নামাজের ডাক পেতে যাচ্ছেন মুসুল্লিরা। দীর্ঘ দুই বছর পর অনুমতি পেলেন তারা। আগামী ১৪ অক্টোবর সেই কাঙ্ক্ষিত সময়, সেদিন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাবেন মুসলিমরা।

তুর্কি ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আতোসি বলেন, জুম্মার নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কোলন পৌরসভায় বিপুল সংখ্যক তুর্কি ও মুসলমানেরা বসবাস করে। শহর কর্তৃপক্ষ দু’বছর নামাজ আদায়ের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল। পরে ডিআইটিআইবি নামাজের অনুমতির জন্য কোলনের কেন্দ্রীয় মসজিদে আবেদন করেছিল।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে আতোসি বলেন, ‘সামান্য কিছু সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সমস্যাগুলো সাংবিধানিক কাঠামো দিয়ে নয় পৌরসভার মাধ্যমে সমাধান করা উচিত। এরপর ১৪ অক্টোবর প্রথম আজান দিতে পারব বলে আশা করছি।’

তিনি বলেন, স্থানীয় লোকজনকে জানানো হয়েছে যে, মুসলমানরাও এ কমিউনিটির অন্তর্ভুক্ত হতে চলেছে।

আতোসি বলেন, ‘আমরা এখানে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি এবং ধর্ম চর্চা করেছি। এ অঞ্চলের বাসিন্দা হিসেবে আমরা নামাজের জন্য ডাক দিতে পারি।’

এ সময় তিনি শহরের মেয়র হেনরিটি রেকারের এ সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পারস্পারিক সহমর্মিতা ও গ্রহণযোগ্যতার একটি উল্লেখযোগ্য বন্ধন।

মসজিদ ফোরামের পরিচালক মুরাত শাহিন আরসালান বলেন, ডিআইটিআইবি ২০২১ সালের নভেম্বর মাসে অনুমতি চেয়ে আবেদন করে এবং পৌরকর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়।

শাহিন আরসালান বলেন, তারা আমাদের প্রতিবেদনের উত্তর দিয়েছে। যেখানে আগামী দিনের জন্য সামান্য কিছু সংশোধনী দেয়া হয়েছে। এগুলো সমাধান হওয়ার পর আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করবো এবং দু’বছর জুম্মার নামাজ প্রকাশ্যে আদায় শুরু হবে।

শাহীন আরসালান বলেন, জার্মানির বিভিন্ন অঞ্চলে এমন প্রকল্প আছে। কিন্তু কোলনে এটাই প্রথম। এই পৌরসভায় আরো মসজিদ আছে, সেখানে এখনো আবেদন করা হয়নি। ডিআইটিআইবি আমাদের নির্দেশনা এবং এই প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করবে বলেও জানান তিনি।

এদিকে জুম্মার নামাজ পড়ার কিছু নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে নামাজ আদায় করতে হবে। এবং পাঁচ মিনিটের বেশি একটানা আওয়াজ করা যাবে না। কারণ এতে চার্চ ও প্রতিবেশীদের বিরক্তি সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, জার্মানিতে ডিআইটিআইবি’র অধীনে নয় শ’র বেশি মসজিদ রয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল