২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কিয়েভের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান পুতিনের

কিয়েভের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান পুতিনের -

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের প্রতি ইউক্রেনে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাকালে শুক্রবার তিনি এ আহ্বান জানান।

ক্রেমলিনে টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা কিয়েভ সরকারের প্রতি অবিলম্বে যুদ্ধ এবং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছি। একইসাথে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরারও আহ্বান জানান।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে রুশ ফেডারেশনের নতুন এই চার অংশকে ফেডারেল অ্যাসেম্বলি সমর্থন জানাবে। কারণ, এটা লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা করতালি ও উচ্ছ্বাস প্রকাশ করে পুতিনের এই ঘোষণাকে সমর্থন জানান।


আরো সংবাদ



premium cement