২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাশিয়ায় স্কুলে গুলিতে শিক্ষার্থীসহ নিহত ১৩, আহত ২১

- ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আরো ২১ জন আহত হয়েছেন।

সোমবার সকালে মধ্য রাশিয়া এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির তদন্ত কমিটি একটি অনলাইন বিবৃতিতে বলেছে যে মস্কো থেকে প্রায় ৯৬০ কিলোমিটার (৬০০ মাইল) পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের শহর ইজেভস্কের একটি স্কুলে গুলিতে সাতজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১ শিশু নিহত হয়েছে।

উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ একটি ভিডিও বিবৃতিতে বলেন, অজ্ঞাত ওই বন্দুকধারী নিজেকেও গুলি করেছে।

গভর্নর বলেন, স্কুলটিতে ১ থেকে ১১ বিভাগের শিশুরা পড়াশোনা করে। ঘটনার পর আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।

তদন্ত কমিটির মতে, বন্দুকধারী কালো টি-শার্ট পড়েছিল, যা ‘নাৎসিদের প্রতীক’। তবে হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইজেভস্ক শহরটি পশ্চিমে ইউরাল পর্বতমালার পশ্চিমে মধ্য রাশিয়ায় অবস্থিত।

সূত্র : এপি/ইউএনবি


আরো সংবাদ



premium cement