১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেনের সামারিক বাহিনী পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে : রাশিয়া

ইউক্রেনের সামারিক বাহিনী পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে : রাশিয়া - ছবি : সংগৃহীত

রাশিয়া বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত যাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ করেছেন।

গতকাল (রোববার) বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর পরমাণু স্থাপনার প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

যাপোরিজিয়া হচ্ছে- ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং সারা বিশ্বে যে দশটি বড় পরমাণু স্থাপনা রয়েছে তার একটি হলো জাপরোজিয়া। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।


আরো সংবাদ



premium cement