২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হারপুন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হাউটজার পাচ্ছে ইউক্রেন

হারপুন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হাউটজার পাচ্ছে ইউক্রেন - ছবি : সংগৃহীত

ইউক্রেন ডেনমার্কের কাছ থেকে জাহাজবিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ব-চালিত হাউটজার পাচ্ছে। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।

রেজনিকভ বলেন, ইউক্রেন অনেক ধরনের ভারী আর্টিলারি অস্ত্র পাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত এম১০৯ স্ব-চালিত হাউটজার। এগুলোর ফলে ইউক্রেন সামরিক বাহিনী অনেক দূর থেকেই লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারছে।

মন্ত্রী তার ফেসবুক পেইজে বলেন, আর হারপুন উপকূল-থেকে-জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে ওডেশা বন্দরসহ দেশটির উপকূলকে রক্ষা করার জন্য। এগুলো ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যবহৃত হচ্ছে।

দক্ষিণ ইউক্রেনের ওডেশা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেররি ব্রাটচুক একটি অনলাইন পোস্টে বলেন, 'আমাদের হাতে এত বেশি সংখ্যক হারপুন ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে যে আমরা পুরো রুশ ব্ল্যাক সি ফ্লিটকে ডুবিয়ে দিতে পারি। কেন নয়?'

সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement