২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের পর নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললো আরো ৭ দেশ

ইউক্রেন সীমান্তে রুশ সামরিক বাহিনীর অবস্থানের স্যাটেলাইট চিত্র - ছবি : রয়টার্স

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে প্রতিবেশী পরাশক্তি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের শঙ্কায় যুক্তরাষ্ট্রের পর আরো সাত দেশ তাদের নাগরিকদের দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছে।

শুক্রবার এই দেশগুলো নিজ নিজ নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার নির্দেশ দেয়।

দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, লাটভিয়া, নরওয়ে, জাপান ও এস্তোনিয়া। যত শিগগির সম্ভব নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে এই দেশগুলো।

অন্যদিকে, ইসরাইল তাদের দূতাবাসের কর্মীদের স্বজনদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাতকারে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার জন্য আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে, ইউরোপীয় কমিশন তাদের কর্মীদের এখনই ইউক্রেন থেকে সরাচ্ছে না।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, ‘আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনই আমরা কর্মীদের সরিয়ে নিচ্ছি না। তবে, কর্মস্থলে যাওয়া জরুরি নয় এমন কর্মীদের দেশের বাইরে থেকে ভার্চুয়ালি দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়েছে।’

এদিকে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যেই পোল্যান্ডে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ সামরিক ঘাঁটি থেকে ৮২ এয়ারবোর্ন ডিভিশনের সেনাদের পোল্যান্ডে পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাদের পোল্যান্ডে মোতায়েন করা হবে। মূলত ন্যাটো সৈন্যদের সাহায্য করতেই তাদের সেখানে পাঠানো হচ্ছে।

এ ছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আলোচনায় বসার কথা রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে পুতিন-ম্যাক্রোঁর দ্বিতীয় দফা বৈঠক হতে যাচ্ছে এটি।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল