২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেন ই্স্যুতে যুদ্ধ হলে রাশিয়ার পক্ষ নেবে বেলারুশ

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো - ছবি : সংগৃহীত

ইউক্রেন ই্স্যুতে যুদ্ধ হলে বেলারুশ কর্তৃপক্ষ রাশিয়ার পক্ষে অবস্থান নিবে বলে জানিয়েছে। শুক্রবার বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যদি রাশিয়ার ওপর আক্রমণ করা হয় তাহলে বেলারুশ দেশটির পক্ষ নেবে এবং রুশ মিত্র হিসেবে যুদ্ধে অংশ নিবে।

পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, রাশিয়ার সাথে মিত্রতার চুক্তি অনুসারে যদি এ দেশটির ওপর সরাসরি আক্রমণ করা হয় তবে বেলারুশ তাদের রক্ষা করতে যুদ্ধে অংশ নিবে। বেলারুশের সরকারি বার্তা সংস্থা বেল্টা নিউজ এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।

বেলারুশ প্রেসিডেন্ট বলেন, বেলারুশ যুদ্ধের পক্ষে নয়। এমনকি বেলারুশের জনগণও চিন্তিত যে যুদ্ধ হবে কি হবে না।

আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, দু’ক্ষেত্রে বেলারুশ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। প্রথমত, যদি বেলারুশের ওপর সরাসরি আক্রমণ করা হয় অথবা যদি দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয়ত, যদি বন্ধুরাষ্ট্র রাশিয়ার ওপর সরাসরি আক্রমণ করা হয়।

তিনি বলেন, পশ্চিমারা জানতে চায় যে বেলারুশে রাশিয়ার সেনাদের পাঠানো হবে, নাকি পাঠানো হবে না। হ্যা অবশ্যই বেলারুশে রুশ সেনাদের পাঠানো হবে, যদি দেশটিতে সরাসরি কোনো আক্রমণ করা হয় ।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement