২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এক দিনে রেকর্ড সংক্রমণ দেখল ফ্রান্স

এক দিনে রেকর্ড সংক্রমণ দেখল ফ্রান্স - ছবি : সংগৃহীত

ফ্রান্সের দৈনিক সংক্রমণে মঙ্গলবার আবারো নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত সপ্তাহে সর্বশেষ দৈনিক গড়ে তিন লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছিল।

কিন্তু পাবলিক হেলফ ফ্রান্স সর্বশেষ তথ্যের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জন।

গত সাত দিন ধরে ফ্রান্সে দৈনিক সংক্রমণ তিন লাখেরও বেশি বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আরো সংবাদ



premium cement