২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাশিয়ার এলব্রাস পর্বতে ৫ আরোহণকারীর মৃত্যু

রাশিয়ার এলব্রাস পর্বতে ৫ আরোহণকারীর মৃত্যু -

ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচজন আরোহণকারী মারা গেছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপণা মন্ত্রণালয় শুক্রবার একথা জানায়।

বৃহস্পতিবার ১৯ জন আরোহণকারীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত।

মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নিচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস ও শূণ্যের নিচে থাকা তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।

আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল। আরোহণের সময়, একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী গাইডের বাহুতে মৃত্যুবরণ করে।

বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে অনাকাঙ্ক্ষিত ঝড়ের কবলে পড়ে। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।

দুজন পর্বতারোহী ঠাণ্ডায় জমে মারা যান। অন্য দুজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।
সূত্র : বাসস

দেখুন:

আরো সংবাদ



premium cement