২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাবমেরিন ইস্যুতে মতবিরোধ : যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো ফ্রান্স

অস্ট্রেলিয়ার সাবমেরিন - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক এক চুক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফ্রান্স।

শুক্রবার এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইয়েভেস লে দ্রিয়ান এই কথা জানান।

তিনি বলেন, 'বিরল এই সিদ্ধান্ত' বিদ্যমান পরিস্থিতির 'বিরল গুরুত্বের' কারণে যুক্তিযুক্ত হয়েছে।

এর আগে 'আকুস' নামে পরিচিত চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সরবরাহে উদ্যোগ নেয়।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন যৌথভাবে এই উদ্যোগের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এই পদক্ষেপ ফ্রান্সকে ক্রুদ্ধ করে, যার সাথে অস্ট্রেলিয়ার প্রচলিত সাবমেরিন কেনার চুক্তি ছিলো।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের 'পিঠে ছুরিকাঘাত' করা হয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অনুরোধেই তাদের ডেকে পাঠানো হয়েছে।

এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন প্রশাসন এই পদক্ষেপের বিষয়ে অনুতপ্ত এবং তারা সামনের দিনগুলোতে মতপার্থক্য দূর করতে ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

অপরদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন জানান, তিনি ফ্রান্সের 'অসন্তুষ্টির' কারণ বুঝতে পেরেছেন এবং আশা করছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্সের সাথে তারা একত্রে কাজ করবেন।

এদিকে ওয়াশিংটনে দায়িত্বরত ফরাসি রাষ্ট্রদূত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বার্ষিকীর অনুষ্ঠান বাতিল করেছেন তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement