২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নাভালনি জানতেন তিনি আইন লঙ্ঘন করছেন : পুতিন

আলেক্সি নাভালনি ও পুতিন -

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, সাজাপ্রাপ্ত ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সময় আইন অমান্য করেন। দেশটির বিরোধী দলীয় এ নেতাকে হত্যার উদ্দেশে গত বছর প্রাণঘাতী বিষ প্রয়োগের পর তিনি জার্মানিতে যান।

শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করায় জার্মানিতে কয়েক মাস ধরে চিকিৎসা গ্রহণ করে নাভালনি রাশিয়ায় ফিরে আসার পর গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে দেশে দুর্নীতি বিরোধী এবং রাজনৈতিক প্রচারণা চালান। তার শরীরে বিষ প্রয়োগের ব্যাপারে তিনি ক্রেমলিনকে দায়ী করেন।

জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সম্মেলনের পর পুতিন বলেন, ‘এই ব্যক্তি জানতেন যে তিনি রাশিয়ার আইন লঙ্ঘন করছেন।’ এ প্রসঙ্গে তিনি নাভালনির স্থগিত দণ্ডাদেশের বিভিন্ন শর্ত লঙ্ঘনের কথা উল্লেখ করেন।

পুতিন বলেন, ‘সচেতনভাবে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে তিনি চিকিৎসার জন্য বিদেশ চলে যান।’ তিনি অভিযোগ করেন এক্ষেত্রে দেশে ফিরে নাভালনি গ্রেফতার হতে পারেন তা জেনেশুনেই তিনি এমনটা করেন।

পরবর্তীকালে আগের প্রতারণার বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় নাভালনির আড়াই বছরের সাজা হয় এবং ‘উগ্রবাদী’ হিসেবে তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তার দলের সদস্যদের বাদ দেয়া হয়।

বিশ্বের অনেক ইস্যুতে ‘দ্বিমুখী আচরণ’ এবং রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করায় পুতিন ওয়াশিংটনকে অভিযুক্ত করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল