২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ক্রেমলিন সমালোচক নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা

ক্রেমলিন সমালোচক নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা -

রাশিয়ায় ক্রেমলিন সমালোচক কারাবন্দী আলেক্সি নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা করেছে মস্কোর একটি আদালত। একইসাথে রাশিয়ায় সংগঠনগুলোর সকল কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

সংসদ নির্বাচনের আগে বিরোধীদের জন্য একে আবারো একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আদালতের সামনে কৌঁসুলিদের মুখপাত্র আলেক্সি জাফইয়ারভ বলেন, আদালত দেখতে পেয়েছে যে এসব সংগঠন থেকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কেবল ঘৃণা ও শত্রুতাই ছড়ানো হচ্ছিল না, বরং উগ্রবাদী কর্মকাণ্ডও চালানো হচ্ছিল।

এদিকে রুদ্ধদ্বার কক্ষে ১২ ঘণ্টার শুনানি শেষে মস্কো সিটি আদালত সাংবাদিকদের কাছে বিতরণ করা এক বিবৃতিতে জানিয়েছে, বিচারকদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জার্মানীতে চিকিৎসা শেষে চলতি বছর জানুয়ারিতে রাশিয়ায় ফেরার পর নাভালনিকে (৪৫) কারাদণ্ড দেয়া হয়। এর আগে তাকে বিষপ্রয়োগে হত্যারও চেষ্টা করা হয়। এ রায়ের পর নাভালনি তার লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

তবে এক ইনস্ট্রগ্রাম পোস্টে তিনি স্বীকার করেন কিভাবে তার সমর্থকরা কাজ করবেন সে বিষয়ে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে তিনি তাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমরা পিছু হটবো না। এটি আমাদেরই দেশ। আমাদের আর কোনো দেশ নেই।
উল্লেখ্য, এপ্রিলে কৌঁসুলিরা নাভালনির রাজনৈতিক গোষ্ঠী ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনকে চরমপন্থী হিসেবে ঘোষণার অনুরোধ জানিয়েছিল। কারণ হিসেবে তারা বলেছে এসব সংগঠন পশ্চিমাদের সমর্থনে বিদ্রোহ করার পরিকল্পনা করছে।

এদিকে নাভালনির পক্ষের আইনজীবীরা প্রকাশ্যে শুনানি এবং নাভালনিকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখার অনুরোধ জানিয়েছিল। কিন্ত তাদের এ অনুরোধ বাতিল করে দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন বলে জানিয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল