২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উত্তর সাইপ্রাসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

-

যুক্তরাজ্যের মন্ত্রীরা বলেছেন, তারা সরকারিভাবে উত্তর সাইপ্রাসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে এক্সপ্রেস এ তথ্য দিয়েছে।

যুক্তরাজ্যের এ দৈনিকটি রোববার একটি রিপোর্টে এ বিভক্ত দ্বীপদেশটি (সাইপ্রাস) সম্পর্কে এ সংবাদ প্রকাশ করেছে। তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে, উত্তর সাইপ্রাস যুক্তরাজ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে।

দ্য সানডে এক্সপ্রেসের সাথে আলাপকালে তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন টাটার বলেন, ‘যুক্তরাজ্য দশক ধরে চলমান এ অচলাবস্থা নিরসনে একটি ঐতিহাসিক অবদান রাখতে পারে। উত্তর সাইপ্রাসের এ তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দানের মাধ্যমেই সাইপ্রাসে চলমান এ অচলাবস্থা নিরসন করতে পারে এ দেশটি।’

এরসিন টাটার আরো বলেন, ‘তিনি বরিস জনসনের সরকারকে জোর দিয়ে বলেছেন তারা যেন তার দ্বিরাষ্ট্রভিত্তিক পরিকল্পনাকে সমর্থন করেন। ২৭ এপ্রিল এ পরিকল্পনাটি তিনি জেনেভা আলোচনায় উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপিয়ন ইউনিয়ন থেকে মুক্ত দেশ হিসেবে যুক্তরাজ্য পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসে নিরেপেক্ষ জামিনদার হিসেবে ভূমিকা রাখতে পারে। দেশটি তুর্কি সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে সমান দৃষ্টিতে দেখলেই কেবল এ সমস্যার সমাধান হবে।’

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement