১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনার নিয়ম ভেঙে জরিমানা গুনতে হচ্ছে নরওয়ের প্রধানমন্ত্রীকে

অ্যারনা সোলব্যার্গ - ছবি : রয়টার্স

করোনা পরিস্থিতিতে জন্মদিন পালন করতে গিয়ে সামাজিক দূরত্বের নিয়ম ভাঙায় নরওয়ের প্রধানমন্ত্রী অ্যারনা সোলব্যার্গকে ২০ হাজার ক্রোনা (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করা হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ এ জরিমানা করে ৷

করোনা নিয়ন্ত্রণে চালু হওয়া নিয়মনীতির প্রতি যেন মানুষের আস্থা থাকে, তা নিশ্চিত করতে এ জরিমানা করা হয়৷

ফেব্রুয়ারির শেষ দিকে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেন প্রধানমন্ত্রী। কিন্তু নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি মানুষ একসাথে জড়ো হতে পারবেন না। নিয়ম ভাঙার জন্য গত মাসে ক্ষমা চেয়েছিলেন নরওয়ের এ প্রধানমন্ত্রী।

এমন অপরাধে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ জরিমানা না করলেও এক্ষেত্রে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ হওয়ায় তা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওলে সেভারুড। তিনি বলেন, ‘সোলব্যার্গ দেশের নেতা, করোনার প্রসার ঠেকাতে কড়াকড়ি আরোপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।'

পুলিশ প্রধান বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে চালু নিয়মনীতির প্রতি মানুষের বিশ্বাস নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

পুলিশ বলছে, প্রধানমন্ত্রী ও তার স্বামী সিন্ড্রে ফিনস দুজনে মিলে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আয়োজনের কাজটি ফিনস করলেও তাকে জরিমানা করা হয়নি। যে রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে সেটিরও জরিমানা হয়নি।

আগামী সেপ্টেম্বরে নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন সোলব্যার্গ।

সোলব্যার্গের নেয়া পদক্ষেপের কারণে নরওয়েতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। তবে চলতি বছরের প্রথম চতুর্থাংশে সংক্রমণ বাড়তে থাকায় মার্চের শেষে আরো বেশি কড়াকড়ির সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement