২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মস্কোয় প্রতিনিধি অফিস খুলবে হিজবুল্লাহ

মস্কোয় প্রতিনিধি অফিস খুলবে হিজবুল্লাহ -

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়। বিষয়টি দুই পক্ষ বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

গত মাসে হিজবুল্লাহ একটি প্রতিনিধিদল এবং সেই সময় দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গত ১৫ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজুবল্লাহর প্রতিনিধিদলকে মস্কোয় স্বাগত জানান। হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ। সমস্ত গণমাধ্যম তখন এই ইঙ্গিত দিয়েছিল যে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে হিজবুল্লাহর প্রতিনিধিদলের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে।

রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সাথে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠক ছিল ভিন্ন। পাশাপাশি এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাহকে রুশ সরকার একটি স্বাধীন শক্তি হিসেবে গ্রহণ করেছে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement