২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কোন পথে পর্তুগালের অর্থনীতি?

কোন পথে পর্তুগালের অর্থনীতি? - ফাইল ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা মহামারীতে বিপর্যন্ত পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। তবে এ মুহূর্তে এখানকার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ায় মানুষ স্বাভাবিক জীবনে ফেরতে শুরু করেছে। যদিও লকডাউনের কারণে দেশটির জনসংখ্যা প্রায় সাত ভাগ এখনো কর্মহীন। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে পর্তুগালের জাতীয় অর্থনীতিতে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের জন্য পর্তুগিজ অর্থনীতিতে প্রবৃদ্ধির প্রক্ষেপণটি সংশোধন করেছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্ত বৈঠকের পর তাদের এই তথ্য সংশোধন করে।

প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য মতে, পর্তুগালের অর্থনীতি চলতি বছরে ৩ দশমিক ৯ ভাগ প্রবৃদ্ধি হবে, যা গত বছরের অক্টোবরে আভাস দেয়া ৬ দশমিক ৫ ভাগের চেয়ে অনেক কম। এর আগে ব্যাংক অব পর্তুগাল চলতি বছরের জিডিপির পূর্বাভাস একইরকম দিয়েছিল।

তবে করোনা মহামারীর কারণে আইএমএফ ২০২০ সালে পর্তুগালের অর্থনীতি ১০ ভাগ নেমে যাওয়ার আশঙ্কা করলেও বাস্তবে তা নেমে যায় ৭ দশমিক ৬ ভাগ। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে পর্তুগালের অর্থনীতি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ ভাগ, এমনটাই আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

অবশ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের ধারণা যদি সত্য হয়, তাহলে চলতি বছরে পর্তুগালের জিডিপি হবে ৩ দশমিক ৯ ভাগ, যা ইউরোপীয় ইউনিয়নের গড় প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ ভাগের চেয়েও কম। অর্থাৎ ২০২০ ও ২০২১ এই দু’বছর পর্তুগালের অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। এটা কাটিয়ে উঠতে হয়তো আগামী এক বছর লেগে যেতে পারে।

এ দিকে আইএমএফ ধারণা করছে, চলতি বছরে স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ ভাগ। ২০২২ সালে প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৭ ভাগ। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে স্পেনের প্রবৃদ্ধি কমেছিল ১১ ভাগ, যা পর্তুগালের চেয়ে ৪ ভাগ বেশি।

অন্য দিকে আইএমএফের তথ্য মতে, চলতি বছরে জার্মানির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৬ ভাগ ও ২০২২ সালে ৩ দশমিক ৪ ভাগ। কিন্তু গত বছর মহামারীর কারণে প্রবৃদ্ধি কমেছিল ৪ দশমিক ৯ ভাগ। এই প্রবৃদ্ধিগুলো ঐতিহাসিক দিক থেকে প্রকাশযোগ্য হলেও মূলত গত দু’দশকের পরিসংখ্যান বলে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অন্য বড় অর্থনীতির দেশ আমেরিকা ও চীনের তুলনায় প্রবৃদ্ধি অনেক কম।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল