১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্সে মুরগি জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ

ফ্রান্সে হাঁস-মুরগি ইত্যাদি জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে - প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসের আগে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি অনুসারে পোল্ট্রি প্রাণী (হাঁস-মুরগি ইত্যাদি) জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সে। দেশটির মুসলিম কর্মকর্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্যারিস মসজিদের পরিচালক চেমস এদ্দিন হাফেজ, লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপটানে ও এভরি শহরের পরিচালক খলিল মারুন একটি যৌথ বিবৃতিতে বলেন, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৩ নভেম্বরের বিজ্ঞপ্তিটি এদেশের মুসলিমদের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে সামনেই রমজান মাস।

নতুন আইন অনুসারে ২০২১ সালের জুলাই মাস থেকে ফ্রান্সে ইসলামী নিয়ম-নীতি মোতাবেক পোল্ট্রি প্রাণী জবাই করা নিষিদ্ধ।

এ যৌথ বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়, এ তিন প্রশাসক তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রালয়কে জানিয়েছেন। কিন্তু কোনো সুষ্ঠু সমাধান পাননি।

তাদের মতে, এসব নিষেধাজ্ঞা সাধারণ মানুষকে মুক্তভাবে তাদের ধর্ম পালনে তীব্র বাধার সৃষ্টি করছে।

বিবৃতিতে আরো বলা হয়, তারা মানুষের ধর্ম পালনের মৌলিক অধিকার পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement