১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভার্চুয়াল আলোচনায় বাইডেনকে আমন্ত্রণ জানালেন পুতিন

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ভার্চুয়াল আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার এক টিভি সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্টকে 'হত্যাকারী' হিসেবে অবহিত করার পর মার্কিন প্রেসিডেন্টকে বৃহস্পতিবার এই আলোচনার আমন্ত্রণ জানানো হয়।

রাশিয়ার ক্রিমিয়া দখলের পর সাত বছর পালন অনুষ্ঠানের ফাঁকে কথা বলার সময় পুতিন আগামী দিনে 'সরাসরি সম্প্রচারের' মাধ্যমে দুই নেতার মধ্যে আলোচনা অনুষ্ঠানের আমন্ত্রণ জানান।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের আলোচনা অব্যাহত রাখতে আমি বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে যে আমাদের এ আলোচনা কার্যকরভাবে সরাসরি সম্প্রচার করতে হবে।’

তিনি বলেন, এটি একটি ‘সরাসরি উম্মুক্ত আলোচনা হবে যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জনগণের ‘স্বার্থ’ থাকবে।

বুধবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশে অভিযুক্ত পুতিনকে 'হত্যাকারী' মনে করেন কি না, জানতে চাইলে বাইডেন বলেন, 'আমিও তেমনি মনে করি।'

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিগত অনেক বছরের মধ্যে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। বাইডেনের এমন বক্তব্যের জের ধরে রাশিয়া জরুরি আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠিয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল