১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জার্মান চ্যান্সেলর মার্কেলের দলের নতুন নেতা ল্যাশেট

আরমিন ল্যাশেট - ছবি : এপি

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলটির নতুন নেতা হিসেবে আরমিন ল্যাশেটকে নির্বাচিত করেছে। বর্তমানে জার্মানির জনবহুল নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার গর্ভনর হিসেবে দায়িত্ব পালনরত আরমিন ল্যাশেট দেশটিতে আগামী নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন।

শনিবার দলটির এক অনলাইন সম্মেলনে ল্যাশেট অপর এক প্রার্থী ফ্রেডরিখ মার্জকে পরাজিত করে দলের নতুন প্রধান নির্বাচিত হন। ল্যাশেটের ৫২১ ভোটের বিপরীতে মার্জ ৪৬৬ ভোট পান। তৃতীয় প্রতিদ্বন্দ্বী নরবার্ট রটগেন প্রথম দফার ভোটেই বাদ পড়ে যান।

অবশ্য শনিবারের ভোট আগামী ২৬ সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থী দলটির চ্যান্সেলর প্রার্থীর বিষয়ে চূড়ান্ত রায় নয়। ল্যাশেট নিজেও চ্যান্সেলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন, তবে দলের প্রার্থী কে হবেন তার সিদ্ধান্তে ল্যাশেটের মতামতই গুরুত্ব পাবে।

বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০০৫ থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালে চতুর্থ দফা প্রতিদ্বন্দ্বিতার পর তিনি ঘোষণা দিয়েছিলেন, এরপর তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। দলীয় নেতৃত্ব থেকেও তিনি অবসর নিয়েছিলেন।

বর্তমান প্রধান অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারের দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যর্থতায় পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে নতুন নেতা নির্বাচনের আরো দুইটি উদ্যোগ করোনাভাইরাস সংক্রমণের কারণে অনুষ্ঠিত হয়নি।

৫৯ বছর বয়সী ল্যাশেট ২০১৭ সালে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার গভর্নর নির্বাচিত হন। ফ্রি ডেমোক্রেট পার্টির সাথে জোটের ভিত্তিতে তিনি স্থানীয় সরকার গঠন করেন।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল