১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কসোভোয় সরকার বেআইনি, আদালতের রায়ে আবার ভোট

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি - ছবি : সংগৃহীত

মাত্র একটি ভোটের জোরে কসোভোয় সরকার গঠন করেছিলেন আবদুল্লাহ হোটি। আদালত জানিয়েছে, ওই ভোট বৈধ নয়। যে ব্যক্তি ওই ভোট দিয়েছেন তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। কসোভোর সংবিধান ও নির্বাচনী আইন অনুসারে সাজাপ্রাপ্ত সদস্যের ভোট বৈধ নয়। তাই বিচারকরা বর্তমান সরকারকে অবৈধ বলে রায় দিয়েছেন। আদালতের রায় অনুযায়ী সরকারকে ৪০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে।

ভোট দেয়া ব্যক্তির নাম আরিফি, আদালত তাকে সাজা দেয়ার পরেও তিনি বেশ কয়েক মাস ধরে গ্রেফতার এড়িয়ে যাচ্ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি ধরা দেন। আরিফির অনুপস্থিতি মানে পার্লামেন্টে সরকার সংখ্যালঘু হয়ে পড়া।

সাবেক প্রধানমন্ত্রী অ্যালবিন কুর্তির সরকার গত মার্চে সংখ্যালঘু হয়ে পড়ে। তারপর সাংবিধানিক আদালতে কুর্তি মামলা করেন। তার অভিযোগ ছিল, বর্তমান সরকার বেআইনি। ওই মামলার রায় এলো এতদিনে।

হোটির এজেন্ডায় অন্যতম প্রধান বিষয় হচ্ছে কসোভো ও সার্বিয়ার মধ্যে অবাধ বাণিজ্য। যেখানে সীমান্তের কোনো পরিবর্তন হবে না।

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement