১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মুসলিম বিশ্বের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য কেমন?

- ছবি : সংগৃহীত

মুসলিম বিশ্বের নানা দেশে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে৷ এসব দেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যের বিস্তারিত তথ্য থাকছে।

কৃষিপণ্য
বিশ্বের কৃষিপণ্যের অন্যতম শীর্ষস্থানীয় রপ্তানিকারক ফ্রান্স৷ ফ্রান্সের মোট রপ্তানির তিন শতাংশ যায় মধ্যপ্রাচ্যে৷ ফরাসি কৃষিপণ্যের দশম সবচেয়ে বড় আমদানিকারক আলজেরিয়া৷ আর মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর কার্টুন প্রকাশের নিন্দা জানানো মরক্কো ১৭ তম সবচেয়ে বড় আমদানিকারক৷ বর্তমান পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড বিভাগে একটি ক্রাইসিস সেন্টার খোলা হয়েছে৷

সুপারমার্কেট
সৌদি আরবের সামাজিক মাধ্যমে ফরাসি সুপারমার্কেট চেন কারফুয়র বয়কটের ডাক দেয়া হয়েছে৷ বিভিন্ন সহযোগী কোম্পানির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তির মাধ্যমে পাকিস্তান, লেবানন, বাহরাইন, মরক্কোসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করে কারফুয়র৷

জ্বালানি
বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কে মূলত পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি করেন ফরাসি এনার্জি জায়ান্ট টোটাল৷ সৌদি আরবসহ কয়েকটি গালফ রাষ্ট্রে এক্সপ্লোরেশন ও প্রোডাকশনে টোটালের বিনিয়োগ আছে৷

ফ্যাশন ও লাক্সারি পণ্য
রোববার কুয়েত সিটির এক দোকান থেকে ফরাসি ল’রেয়াল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সরিয়ে ফেলতে দেখেছেন রয়টার্সের এক প্রতিবেদক৷ ঐ দোকানসহ প্রায় ৭০টি দোকানের সমিতি ফরাসি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে৷

সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রাচ্যে লুই ভুইতঁ ও শ্যানেলের দোকান রয়েছে৷ অবশ্য যুক্তরাষ্ট্র, এশিয়া কিংবা ইউরোপের তুলনায় মধ্যপ্রাচ্যে ফরাসি ফ্যাশন ব্র্যান্ডগুলোর বাজার ছোট৷

প্রতিরক্ষা ও এয়ারস্পেস
বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক ফ্রান্স৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও কাতারসহ মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশে অস্ত্র, অ্যারোনটিক্স প্রযুক্তি ও গণপরিবহন সিস্টেমস বিক্রি করে ফরাসি কোম্পানি থালেস৷ এদিকে, ডাসু কোম্পানির কাছ থেকে রাফাল মিলিটারি জেট কেনার অর্ডার দিয়েছে মিসর ও কাতার৷ এছাড়া ঐ অঞ্চলকে নিজেদের তৈরি প্রাইভেট জেটের একটি বড় বাজার মনে করে ডাসু৷

গাড়ি
ফ্রান্সের গাড়িনির্মাতা রেনো-র অষ্টম সবচেয়ে বড় বাজার তুরস্ক৷ চলতি বছরের প্রথম ছয় মাসে তুরস্কে ৪৯ হাজার ১৩১টি গাড়ি বিক্রি করেছে রেনো৷ এছাড়া তুরস্ক ফরাসি গাড়ি সিত্রোয়েন ও প্যুজোর বিক্রিও সাম্প্রতিক সময়ে বেড়েছে৷

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল