২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উত্তর সাইপ্রাসে তুরস্কপন্থী নেতার জয়

- ছবি : সংগৃহীত

উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট ভোটে জিতলেন এরসিন তাতার। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি পেয়েছেন ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট। আর দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাফা অ্যাকিনসি পেয়েছেন ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট।

দক্ষিণপন্থী নেতা তাতারকে তুরস্ক সমর্থন করছিল। তাতার উত্তর সাইপ্রাসের আলাদা অস্তিত্ব রক্ষার পক্ষপাতী। তুরস্কও সেটাই চায়। তিনি জেতার পরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তাকে অভিনন্দন জানিয়েছেন।

এরদোগান টুইট করে বলেছেন, ''প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আমি এরসিন তাতারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও দেশের মানুষদের সব ধরনের সাহায্য করে যাবে।''

অ্যাকিনসি হার মেনে নিয়েছেন। তিনি রিপাবলিক অফ সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের মিলনের পক্ষে ছিলেন। তিনি বলেছেন, ''এবারের নির্বাচন ঠিক স্বাভাবিক ছিল না। তবে এই ফলে আমার ৪৫ বছরের রজনৈতিক জীবন শেষ হলো। আমি দেশের লোকের সৌভাগ্য কামনা করছি।''

উত্তর সাইপ্রাসে ভোটদাতার সংখ্যা হলো দুই লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি।

অ্যাকিনসি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে তার জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী এর্থুমান তাকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিনসি ছিলেন তুরস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। তিনি আগে জানিয়েছিলেন, তাকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে এবং প্রার্থীপদ প্রত্যাহার করতে বলা হচ্ছে।

পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে এখন গ্রিসের সংঘাত চলছে। এই অবস্থায় উত্তর সাইপ্রাস ও রিপাবলিক অফ সাইপ্রাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে দিক থেকে দেখতে গেলে এই ফলাফল এরদোগানের পক্ষে স্বস্তির কারণ হবে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল