২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফোয়ারার নীচে পোঁতা মেয়রের হৃৎপিণ্ড

- ছবি : সংগৃহীত

ফোয়ারার তলায় মাটিতে সযত্নে রাখা আছে হৃৎপিণ্ড - এতদিন শুনে কেউ বিশ্বাস না করলেও অবশেষে সত্য প্রমাণিত হয়েছে৷ এমনটাই ঘটেছে বেলজিয়ামের একটি শহরে৷

বেলজিয়ামের ভেরভিয়ে শহরের প্রথম মেয়র ছিলেন পিয়ের ডেভিড৷ প্রথমে ১৮০০ থেকে ১৮০৮ ও পরে ১৮৩০ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত মেয়র ছিলেন তিনি৷

১৮৩৯ সালে একটি উঁচু বাসার ছাদ থেকে পড়ে মারা যান তিনি৷ তার মৃত্যুর তিন দিন পর, তার পরিবারের মতানুসারে, পিয়ের ডেভিডের হৃৎপিণ্ড সরিয়ে রাখা হয় পরে স্মারক গঠনের উদ্দেশ্যে৷ ডেভিডের স্মৃতিতে একটি ফোয়ারা তৈরি হয় ‘ফন্টেন ডেভিড' নামে৷

১৮৮৩ সালে তৈরি এই ফোয়ারার নীচে একটি ধাতব কৌটায় ইথানলে ভরে পুঁতে রাখা হয় হৃৎপিণ্ডটি৷

হৃৎপিণ্ডের অভিনব সংরক্ষণ
চলতি বছরের আগস্ট মাসে সেই ফোয়ারার সংস্কারের কাজ শুরু হলে এই কৌটা খুঁজে পাওয়া যায়৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেই কৌটা রাখা থাকবে ভেরভিয়ে শহরের ফাইন আর্টস অ্যান্ড সেরামিকস জাদুঘরে৷

জাদুঘরের ডেপুটি কিউরেটর নাটালি উইয়ের্টস বলেন, ‘‘আমি আর কোনো এমন ঘটনার কথা জানি না যেখানে কোনো সাবেক মেয়রের হৃৎপিণ্ড এভাবে সংরক্ষণ করা হয়েছে৷ একেবারেই অভিনব৷''

ভেরভিয়ে শহরের কাউন্সিলর ম্যাক্সিম ডেগে সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, এই কৌটার কথা সকলেই জানতেন কিন্তু কেউই সেভাবে বিশ্বাস করেনি এতদিন৷ তিনি বলেন, ‘‘অবশেষে এই কিংবদন্তী বাস্তবে পরিণত হয়েছে৷''

সংস্কারের কাজ শেষ হলে আবার ফন্টেন ডেভিডের তলায় নিরাপদ আশ্রয়ে ফেরত যাবে পিয়ের ডেভিডের হৃৎপিণ্ড৷ ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement