২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কোমা থেকে ফিরে এলেন রাশিয়ার বিরোধী নেতা

আলেক্সি নাভালনি - ছবি : রয়টার্স

বিষক্রিয়ায় কোমায় চলে যাওয়া রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তিনি কোমা থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা দেয়া বার্লিন হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

চিকিৎসকরা বলছেন, তিনি মৌখিকভাবে সাড়া দিতে পারছেন।

গত মাসে সার্বিয়া যাওয়ার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হন ৪৪ বছর বয়সী নাভালনি। তারপর তাকে চিকিৎসার জন্য জার্মানি নেয়া হয়।

তার দলের লোকজন অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তাকে নোভিচক নার্ভ এজেন্টের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন পুতিন।

বার্লিনের চ্যারিটি হাসপাতাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নাভালনিকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখা হয়েছিল।

‘তিনি মৌখিক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন এবং শিগগিরিই বিষক্রিয়ার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে জানা যাবে’, বলা হয় বিবৃতিতে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement