২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডে নতুন ১৪ জন করোনা রোগী শনাক্ত, ফের লকডাউন

নিউজিল্যান্ডে নতুন ১৪ জন করোনা রোগী শনাক্ত, ফের লকডাউন - ফাইল ফটো

নিউজিল্যান্ডের অকল্যান্ডে একদিনে নতুন করে ১৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনরায় লকডাউনে ফিরে যেতে বাধ্য করেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, চলতি সপ্তাহের শুরুতে একই পরিবারের চারজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হওয়ার পর তা পুরো দেশকে হতবাক করেছে কারণ তিন মাসেরও বেশি সময় ধরে দেশটিতে স্থানীয়ভাবে কোভিড-১৯ সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৩ জনই ওই পরিবারের সাথে সম্পৃক্ত। অপর একজন বিদেশ থেকে আগত যিনি এর আগে কোয়ারেন্টাইনে ছিলেন।

এদিকে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় বুধবার অকল্যান্ডে তিন দিনের লকডাউন জারি করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমরা যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি তা আমরা দেখতে পাচ্ছি।’

‘এটি জরুরিভাবে মোকাবিলা করা হচ্ছে তবে শান্ত এবং পদ্ধতিগত উপায়ে,’ যোগ করেন তিনি।

এর আগে করোনাভাইরাস মহামারির মোকাবিলা করার ক্ষেত্রে সেরা উদাহরণ হিসাবে আবির্ভূত হয়েছিল নিউজিল্যান্ড।

অকল্যান্ডে লকডাউন জারি করার পাশাপাশি দেশজুড়ে যথাযথভাবে সামাজিক দূরত্ব মেনে চলা সংক্রান্ত বিধিনিষেধও পুনরায় চালু করতে যাচ্ছে দেশটির সরকার।

নিউজিল্যান্ডে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল