২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইউরোপে আবার ব্যাপক সংক্রমণের আশংকা

- ছবি : সংগৃহীত

ইউরোপের দেশে দেশে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এসব দেশের কর্তৃপক্ষ আত্মতুষ্টিতে ভুগছেন বলে সতর্ক করে দেয়া হয়েছে।

স্পেন, ফ্রান্স,জার্মানি এবং অন্য কিছু দেশে আবার ব্যাপক হারে সংক্রমণ শুরু হতে পারে বলে আশংকা করছেন কর্মকর্তারা।

লকডাউন শিথিল করার পর ইউরোপের কিছু দেশে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। লকডাউন যেভাবে অর্থনীতির ক্ষতি করছিল, তার কারণে বিভিন্ন দেশের সরকার এই লকডাউন শিথিল করতে উদগ্রীব ছিলেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে তার দেশ ‘ভুল পথে’ যাচ্ছে। মঙ্গলবার ফ্রান্সে ১ হাজার ৩৯৭ জনের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে জার্মানিতে আজ আরও ১ হাজার ২২৬ জনের সংক্রমণ ধরা পড়ার পর মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ১৮ হাজার ৫১৯ জন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, সেখানে ৩ হাজার ৬৩২ টি নতুন সংক্রমণ ধরা পড়ার পর মোট আক্রান্ত এখন ৩ লাখ ২৬ হাজার। বিবিসি


আরো সংবাদ



premium cement