২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নতুন করে করোনা সংক্রমণ : নিউজিল্যান্ডের নির্বাচন পেছানোর দাবি

-

নিউজিল্যান্ডের নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী নেতা।

দেশটিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর আবার লকডাউন জারি করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে বিরোধী দলের নেতা এই দাবি জানিয়েছেন।

মঙ্গলবার অকল্যান্ডে একটি পরিবারে চারজনের করোনাভাইরাস ধরা পড়ে। এর আগে টানা ১০২ দিন নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে কোনো করোনাভাইরাস সংক্রমণের ঘটনা জানা যায়নি।

আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন হওয়ার কথা। বিরোধী ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে করোনাভাইরাসের নতুন যে সংক্রমণ ধরা পড়েছে তার পূর্ণাঙ্গ প্রভাব বিবেচনা করে দেখতে হবে।


আরো সংবাদ



premium cement