২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আয়া সোফিয়া নিয়ে এরদোগানের ঘোষণায় ‘ভীষণ কষ্টে’ পোপ ফ্রান্সিস

- ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরতদোগান প্রাচীন ঐতিহাসিক স্থাপনা ইস্তাম্বুলের আয়া সোফিয়াকে যাদুঘর থেকে আবারো মসজিদে পরিণত করার ঘোষণা দেন। তুরস্কের এই সিদ্ধান্তে পোপ ফ্রান্সিস ‘খুবই ব্যথিত’ বলে জানিয়েছেন।

আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরিত করার পদক্ষেপের নিন্দা জানান খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা।

সেন্ট পিটার স্কয়ারে দেয়া বক্তব্যে তিনি বলেন, "আমার চিন্তাভাবনা ইস্তাম্বুলের দিকে। আমি সান্তা সোফিয়ার কথা ভাবি। এটা ভেবে আমি খুবই ব্যথিত"।

উল্লেখ্য, গত শুক্রবার তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার একটি আদেশ বাতিল করে দেয় যা আয়া সোফিয়াকে একটি যাদুঘরে পরিণত করেছিল। যার ফলে ৮৫ বছরের পর আবারো মসজিদ হিসেবে ব্যবহারের পথ সুগম হলো। এর আগে এটি প্রায় ৫০০ বছর ধরে মসজিদ ছিল। ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement