২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস পুরুষ নাকি স্ত্রী? অবশেষে জানা গেল

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের লিঙ্গ নির্ধারণ। কোভিড-১৯ আসলে পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? করোনার আগে ‘লো’ বসবে, নাকি ‘লা’? তাই নিয়ে দড়ি টানাটানি চলছেই। অন্য ভাষা হলে সমস্যা হওয়ার কথা নয়। কারণ বাংলাসহ ভাষাতেই নিউট্রাল জেন্ডার রয়েছে।

তবে ফরাসী ভাষার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। জেন্টার নিউট্রাল শব্দ হাতে গোণা। তবে শেষমেশ ফরাসী ভাষার দেখাশোনা করা প্রতিষ্ঠান জানিয়েছে করোনা আসলে স্ত্রীবাচক শব্দ। তাই কোভিড শব্দের আগে ফরাসীরা এবার থেকে লা যুক্ত করবে।

ফরাসী ভাষায় স্ত্রীবাচক শব্দের আগে লা বসে। পুরুষবাচক শব্দের আগে লো। এবং বহুবচনের ক্ষেত্রে লে। তবে এর আগে ফরাসীদের একাংশ বলছিল, কোভিড মাসকুলিন শব্দ। তাই পুরুষবাচক শব্দ হিসাবে এতদিন অনেকেই কোভিড শব্দের আগে লো বসাতেন। কিন্তু একাডেমি ফ্রঁসেজ জানিয়েছে আসলে কোভিড শব্দটি স্ত্রীবাচক। একাডেমি ফ্রঁসেজ হচ্ছে ফরাসি ভাষার রক্ষক সংস্থা।

ফরাসী ভাষায় যাতে ইংরেজি বা অন্য কোনো ভাষার আধিপত্য ও প্রভাব না বাড়ে তারা সেটাই দেখাশোনা করে। তারা এই সংকটের সময়েও করোনার লিঙ্গ নির্ধারণ নিয়ে ব্যস্ত হয়েছেন।

বেশিরভাগ ফরাসি weekend শব্দের আগে ‘লো’ ব্যবহার করেন। কিন্তু একাডেমি ফ্রঁসেজ তার বিরোধী। তাদের দাবি, লিখতে হবে আসলে লা ফা দে সিমেন। যার মানে সপ্তাহের শেষ। এই সংস্থা ফরাসীদের weekend শব্দটি ব্যবহার করতেও বারণ করেছে। কারণ সেটি ইংরাজি শব্দ। আর ইংরাজি শব্দের প্রাদুর্ভাব বাড়ছে ফরাসীতে। একাডেমি ফ্রঁসেজ—এর সদস্য সংখ্যা ৪০ জন। তারাই অনেক বাছ বিচার করে জানিয়েছেন, লো কোভিড-১৯ নয়, লা কোভিড-১৯ উচ্চারণ করতে হবে ফরাসীদের। জিনিউজ।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার

সকল