২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত

- ছবি : সংগৃহীত

রাশিয়ায় গণ এ্যান্টিবডি টেস্টিং এবং লকডাউন শিথিল করার মধ্যেই শুক্রবার দেশটিতে নতুন করে ১০ হাজারের মানুষ বেশী ভাইরাস আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন , গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন , বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া।

রাশিয়া বলেছে, ব্যাপক টেস্টের কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ৬০ লাখের বেশী মানুষের করোনা টেস্ট হয়েছে। আক্রান্তদের অর্ধেকই মস্কোতে, শুক্রবার থেকে এখানে স্বত:স্ফূর্ত এন্টিবডি টেস্ট শুরু হচ্ছে।
রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তের তুলনায় মৃত্যুহার যুক্তরাষ্ট্র, বৃটেন, ইতালি ও স্পেনের চেয়ে কম।

শুক্রবার রাশিয়ায় নতুন করে ১১৩ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৪১৮ জন।


আরো সংবাদ



premium cement