১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় লণ্ডভণ্ড ইউরোপ, ফ্রান্সে একদিনে রেকর্ডসংখ্যক মৃত্যু

- ছবি : সংগৃহীত


ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এরইমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর রেকর্ড গড়েছে ফ্রান্স।

দেশটির হাসপাতাল এবং নার্সিং হোমে মঙ্গলবার একদিনেই এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে প্রাণহানীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জনে। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোম সালোমন মৃতের নতুন এ তথ্য প্রকাশ করেন। মঙ্গলবার ৬০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া নার্সিং হোমগুলোতে মারা গেছেন আরও ৮১০ জন।

ফ্রান্সে লকডাউনের চতুর্থ সপ্তাহ চলছে। গত ১৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সী এক চীনা পর্যটক দেশটিতে প্রথম করোনা রোগী হিসেবে মারা যায়। ইতালি, স্পেন এবং আমেরিকার পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করল। সিনহুয়া/ইউএনবি।


আরো সংবাদ



premium cement