১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ফ্রান্সে মৃত্যুর রেকর্ড, একদিনে মারা গেছে ৮৩৩ জন

ফ্রান্সে মৃত্যুর রেকর্ড, একদিনে মারা গেছে ৮৩৩ জন - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণে ফ্রান্সে মৃত্যুর রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় দেশটির হাসপাতাল ও নার্সিংহোমে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে এই মহামারী শুরুর পর থেকে দৈনিক হিসেবে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন, আমরা এই মহামারীর উত্থানের শেষ প্রান্তে পৌঁছেছি।
তিনি জানান করোনা মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মার্চ থেকে দীর্ঘ লকডাউনের কারণে মহামারীর গতি মন্থর হয়ে আসছে।

ফ্রান্সে প্রতিদিন মৃত্যু আক্রান্ত যে হিসাব প্রকাশ করা হয়, তা হাসপাতাল ও নার্সিং হোম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। এর আগে শুধু হাসপাতালের দেয়া তথ্য প্রকাশ করা হতো। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮৩৩ জন এর মধ্যে ৬০৫ জন হাসপাতালে মারা গেছে।

ভেরান বলেন গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৮ জন কে ইনটেনসিভ কেয়ারে পাঠানো হয়েছে মহামারি শুরুর পর থেকে নার্সিংহোমে মোট দুই হাজার ৪১৭ জন মারা গেছে।


আরো সংবাদ



premium cement