১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস : লকডাউনে কি লাভ হচ্ছে?

করোনাভাইরাস : লকডাউনে কি লাভ হচ্ছে? - সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা করোনাভাইরাস সঙ্কটের কারণে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছে, তাদের মনে প্রশ্ন জাগছে – লকডাউনের ফলে কি আদৌ কোনো লাভ হচ্ছে? নাকি ঘর থেকে বের হয়ে সাবধানে থাকলেই চলত? লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষণা অনুযায়ী লকডাউনের মাধ্যমে সত্যি অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে৷ মার্চের শেষ পর্যন্ত ইউরোপের ১১টি দেশে ৫৯,০০০ মানুষ প্রাণে বেঁচে গেছেন বলে গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে৷ তাছাড়া লকডাউনের কারণে ভাইরাসের প্রসার নাটকীয় মাত্রায় কমে গেছে৷ এমনকি স্বাস্থ্য পরিষেবা অবকাঠামোর উপর চাপ সত্ত্বেও লকডাউনের ফলে আখেরে উপকার হচ্ছে৷

ইউরোপে ইতালি ও স্পেনের মতো করোনা সঙ্কটে জর্জরিত দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষকরা দুই পরিস্থিতির মধ্যে তুলনা করেছেন৷ বর্তমান পরিস্থিতি এবং স্কুল-কলেজ, বড় অনুষ্ঠান ইত্যাদি বন্ধ না করলে কী হতো, সেই অবস্থার সম্ভাব্য পরিণাম খতিয়ে দেখা হয়েছে৷ গবেষণা অনুযায়ী স্পেনে প্রায় ১৬,০০০ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে৷ ফ্রান্সে সেই সংখ্যা আড়াই হাজার৷ বেলজিয়ামে ৫৬০, জার্মানিতে ৫৫০, ব্রিটেনে ৩৭০ জন মানুষ প্রাণে বেঁচে গেছেন৷

গবেষণার রিপোর্টের ভিত্তিতে করোনাভাইরাস সংক্রমণের হার একেবারে কমে আসা পর্যন্ত লকডাউন চালিয়ে যাবার পরামর্শ দেওয়া হয়েছে৷ এভাবে আরও মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে৷ বিশ্বের বাকি অংশে লকডাউনের ফলে কত মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় নি৷

লন্ডনের গবেষকদের মতে, করোনা সঙ্কটের ক্ষেত্রে সংক্রমণের মাত্রা সরকারি হিসেবের তুলনায় বাস্তবে অনেক বেশি হতে পারে৷ তাঁদের ধারণা, ২৮শে মার্চ পর্যন্ত সম্ভবত জনসংখ্যার প্রায় ১০ শতাংশ করোনা ভাইরাসে সংক্রমণের শিকার হয়েছে৷ ফলে সংক্রমণ ও মৃত্যুর হার সম্পর্কে পরিসংখ্যান বর্তমানে নিখুঁত নয় বলে ধরেন নেওয়া হচ্ছে৷ তা সত্ত্বেও লকডাউনের ইতিবাচক প্রভাব খাটো করে দেখা যায় না৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। গত দুই দিনের রেকর্ডের পর চুয়াডাঙ্গায় আজও বইছে তীব্র তাপদাহ

সকল