২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাকেও হারালেন ১০১ বছরের বৃদ্ধ

করোনাকেও হারালেন ১০১ বছরের বৃদ্ধ - সংগৃহীত

করোনাভাইরাসে ইতালির মৃত্যুর মিছিলে বেঁচে ঘরে ফিরলেন ১০১ বছরের এক বৃদ্ধ। ওই বৃদ্ধ মার্চের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। এখন তিনি সুস্থ বলে জানিয়েছেন।

ইতালির রিমিনি শহরে ১৯১৯ সালে ওই বৃদ্ধের জন্ম।

কিন্তু মহামারিতে আক্রান্ত হওয়া তার জন্য প্রথম নয়। তিনি ১৯১৮ সালে প্রাদুর্ভাব হওয়ায় স্প্যানিশ ফ্লু মহামারি থেকেও বেঁচে গিয়েছিলেন। যেই ফ্লুতে তখনকার সময়ে প্রায় ছয় লাখ ইতালিয়ান প্রাণ হারায়।

এছাড়াও তিনি বেড়ে উঠেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যে।

রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি এ ব্যাপারে বলেন, হাসপাতাল কর্মীদের মতে ওই বৃদ্ধের বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ এর আগে কোভিড-১৯-এ ৬৫ বছরের বেশি বয়স্ক কারো বাঁচার অভিজ্ঞতা তাদের নেই।

কিন্তু উনি সম্প্রতি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গ্লোরিয়া লিসি আরো বলেন, সুস্থ হয়ে ওঠা এই বয়স্ক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কাছে আশার আলো। তিনি প্রমাণ করেছেন শতবর্ষী জীর্ণ শরীর নিয়েও এই ভাইরাসকে পরাস্ত করা যায়।

উল্লেখ্য, ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ৫৯১ জন। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ৯২ জন।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement