২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে স্পেনে করোনা পরিস্থিতি

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে স্পেনে করোনা পরিস্থিতি - সংগৃহীত

ইউরোপের দেশ স্পেনে করোনা পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ইতালির পরে এ দেশ মৃতের সংখ্যায় সর্বাধিক। সোমবার পর্যন্ত স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

স্পেনে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ হাজার ৯৫৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৮০ জন।

স্পেনে করোনাভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে ৫ হাজার ২৩১ জনের অবস্থা অশঙ্কাজনক। মাঝামাঝি অবস্থায় আছে ৫৮ হাজার ২২৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে প্রথম মৃত্যু ঘটে ৩ মার্চ। ১২ মার্চ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০০ এর কোটায় থাকলেও এর পরে দ্রুত বাড়তে থাকে মৃতের সংখ্যা। ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ৫০০ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement