২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা বিপর্যয়ে জার্মানির অর্থমন্ত্রীর আত্মহত্যা

টমাস শেফার - সংগৃহীত

রেললাইন থেকে উদ্ধার করা হলো জার্মানির হেসের অর্থ প্রতিমন্ত্রী টমাস শেফারের লাশ। উচ্চ গতিসম্পন্ন ট্রেনের চাকার তলায় পড়ে শেফারের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। করোনাভাইরাসের বিপর্যয়ের মধ্যেই মর্মান্তিকভাবে তার মৃত্যু হলো।

জানা গেছে, শনিবার মাইনজ আর ফ্রাঙ্কফুর্টের মাঝামাঝি এলাকায় রেল লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে স্থানীয় প্যারামেডিক্যালের একটি দল।

জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্র্যাঙ্কফুর্টের হেসেতেই রয়েছে ডয়েচ ব্যাঙ্ক এবং কমার্জ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের সদর দফতর। সূত্রের খবর, করোনা বিপর্যয়ের জেরে ইদানীং দুশ্চিন্তা ও অবসাদে ভুগছিলেন বছর চুয়ান্নর শেফার।

জার্মানিতে এ পর্যন্ত ৫৮ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। পরিস্থিতি সামান দেয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে সে দেশে। প্রাথমিক তদন্তে অনুমান, এই পরিস্থিতিতে আতঙ্কে, দুশ্চিন্তা ও অবসাদেই আত্মঘাতী হয়েছেন শেফার।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement