১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনায় আক্রান্ত গ্রেটা থুনবার্গ!

গ্রেটা থুনবার্গ!
গ্রেটা থুনবার্গ! - সংগৃহীত

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, সম্ভবত তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিত। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সেই গ্রেটা সম্প্রতি একটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, তিনি ও তার বাবা প্রথম ইউরোপ সফর সেরে ফেরার পরে নিজেদের আইসোলেশনে রেখেছেন। গ্রেটা আরো জানান, তারা দু'জনেই অসুস্থতা অনুভব করছেন। কাঁপুনির পাশাপাশি গলাব্যথাও রয়েছে। পাশাপাশি ক্লান্তিও অনুভব করছেন তারা।

এই পরিস্থিতিতে দু'সপ্তাহের জন্য নিজেকে আলাদা করে নিয়েছেন। তিনি জানাচ্ছেন, ‘‘করোনা ভাইরাসের কোনো পরীক্ষা আমার উপর হয়নি। কিন্তু যা লক্ষণ, মনে হচ্ছে আমিও এর কবলে পড়েছি।''

নিজের পোস্টে তরুণ প্রজন্মকে এই ভাইরাসের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আর্জি জানান।

১৭ বছরের গ্রেটা জলবায়ু বাঁচানোর অভিযান করে বিশ্বখ্যাত হয়েছেন। জাতিসঙ্ঘ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তার বলিষ্ঠ বক্তব্য রাতারাতি তাকে গোটা বিশ্বের কাছে পরিচিত করে তোলে।
সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement