২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আসন্ন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যা বলল পুতিনের মুখপাত্র

- ছবি : সংগৃহীত

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম একদিন আগে খবর দিয়েছিল, রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায়।

দৈনিক ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই ধারণার কথা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে দাবি করে এসেছেন, রাশিয়া আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এর আগে গত কয়েক বছর ধরে ওয়াশিংটন অভিযোগ করে এসেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ওই অভিযোগও প্রত্যাখ্যান করে এসেছে মস্কো। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement