১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পরমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

-

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার আন্তমহাদেশীয় তোপোল-এম নামের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ ঘটনার ফুটেজ প্রকাশ করেছে। রুশ প্লেসেৎস্ক মহাকাশবন্দর বা কসমোড্রোম থেকে এটি ছোঁড়া হয়েছে।

জানা গেছে, যুদ্ধ প্রশিক্ষণের অংশ এ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের ওই কেন্দ্র থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কামচাটকায় উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এতে নকল বা বিস্ফোরকহীন বোমা ব্যবহার করায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তোপোল-এম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একে ছোঁড়া হয়েছে।
১৯৮০ দশকের শেষে এবং ১৯৯০এর দশকের প্রথম দিকে কৌশলগত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এমকে তৈরি করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রথম এ ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া।

তোপোল-এম ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোটন একটি পরমাণু বোমা বহন করতে পারে। এ বোমার ধ্বংস ক্ষমতা ৮ লাখ টন টিএনটি বা ডিনামাইটের সমান। অর্থাৎ ১৯৪৫ সালে নাগাসাকির ওপর যে আণবিক বোমা আমেরিকা ফেলেছিল তোপোল-এমের ধ্বংস ক্ষমতা তার চেয়েও ৪০ গুণ বেশি। পার্স টুডে

 


আরো সংবাদ



premium cement