আয়ারল্যান্ডের নির্বাচনে ভোট গণনা শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫২
আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গণনা শনিবার শুরু হয়েছে এবং একটি বুথ ফেরত জরিপে তিনটি প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়।
জানা গেছে, শুক্রবার দিনের শেষে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পর, একটি বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিয়েছে যে আইরিশপন্থী ঐক্য পার্টি সিন ফেইন ২১ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু ২১ দশমিক ০ শতাংশের উপর ভোট নিয়ে তাদের ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলছে মধ্য-ডানপন্থী দল ফাইন গেইল। যার নেতা বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।
বিদায়ী জোটে ফাইন গেইলের মধ্য-ডান অংশীদার উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের নেতৃত্বাধীন দল ফিয়ানা ফেইল ১৯ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো আরো কয়েক দিন অপেক্ষা করা লাগতে পারে। ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু রয়েছে এবং প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিতরণে আগে দেশটিতে একাধিক রাউন্ড ভোট গণনার করা হয়।
সূত্র : এএফপি