১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হলেন ড. প্রিয়াঙ্কা গোপ

ঢাবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হলেন ড. প্রিয়াঙ্কা গোপ -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক। গেল ১ জুলাই তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। তাতে সঙ্গীত বিভাগের সব শিক্ষার্থী ভীষণ খুশি। ড. প্রিয়াঙ্কা গোপও বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। প্রিয়াঙ্গা গোপ বলেন, ‘মাত্র তো কয়েক দিন হলো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলাম। এতটুকু বুঝতে পারছি যে আমাকে অনেক কাজ করতে হবে, অনেক দায়িত্বও পালন করতে হবে। বিভাগের সবারই প্রত্যাশা আমাকে নিয়ে যেন একটু বেশিই। প্রত্যাশা এমন যেন আমি এমন কিছু কাজ করে যাই যেন তা বিভাগের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। আমার প্রাণপণ চেষ্টা থাকবে আমার বিভাগের জন্য দৃষ্টান্তমূলক ভালো কিছু করার জন্য। বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ সবার সহযোগিতা কামনা করছি যেন সঙ্গীত বিভাগের জন্য আমি ভালো কিছু করে যেতে পারি।’ প্রিয়াঙ্কা জানান, বিশ^বিদ্যালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিয়মিত গান নিয়েও ব্যস্ত থাকবেন। এরই মধ্যে সাভারে তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।
ইউসুফ আহমেদ খানের সুর সঙ্গীতে তানভীর দাউদ রনির সঙ্গে দ্বৈত এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাফি। প্রিয়াঙ্গা জানান, এরইমধ্যে ‘বৃষ্টি’ নিয়ে আরো একটি নতুন গান তিনি গাইতে যাচ্ছেন। গানটি লিখেছেন রাজীবুল হাসান, সুর করেছেন সোনালী রায়। শিগগিরই এই গানে কন্ঠ দিবেন তিনি। প্রিয়াংকা গোপ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনন্য প্রতিভাধর সঙ্গীতশিল্পী। বিশেষত একটু অন্য ঘরানার গান শুনতে বিশেষত ক্ল্যাসিক্যাল গান শুনতে যারা বিশেষত আগ্রহী তাদের কাছে প্রিয় তিনি ভীষণ। তেমনি ঘরানার মন ছুঁয়ে যাবার মতো একটি নতুন আধুনিক গান এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘মেঘ তুমি’। গানটি লিখেছেন সোমা তাহেরী। সুর করেছেন তানিম হায়াত। সঙ্গীতায়োজন করেছেন এজাজা ফারাহ। প্রিয়াঙ্কার ভাষ্যমতে এই গান তার সংগীত জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান এটি।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল