বিয়ে-পরবর্তী সময়ে জিতু-অংকন
- বিনোদন প্রতিবেদক
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমিন ও মিউজিসিয়ান অভিজিৎ জিতু ২০২২ সালের ২৮ মে বিয়ে করেন (রেজিস্ট্রি হয়)। চলতি বছরের ১০ এপ্রিল তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তারা বিয়ে করেছেন। তাদের বিয়ে-পরবর্তী জীবন নিয়ে দু’জনই বেশি সুখে আছেন বলেই জানালেন। সঙ্গীত পরিচালক ও গিটারিস্ট জিতুকে বিয়ে করে ভীষণ খুশি অংকন। দুইজন মিলে ছোট্ট সুখের সংসার সাজিয়েছেন তারা। আজীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়ার ব্রত নিয়ে সংসার যাপন করছেন তারা। একজন গিটারিস্ট হিসেবে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত জিতু। আবার বিভিন্ন শিল্পীর জন্য নতুন নতুন গানও করছেন জিতু। এরই মধ্যে জিতুর মিউজিকে গত ৭ জুলাই প্রকাশিত হলো সাথী খানের ‘অপ্রেমিক’ গানটি। গানটি সুজনের লেখা ও সুর করা। এ দিকে ধ্রুব মিউজিক স্টেশনে এরই মধ্যে প্রকাশিত হয়েছে অংকনের কণ্ঠে নতুন গান ‘দেওরা আমার চাকরী পাইছে’। গানটি লিখেছেন রাসেল কবির, সুর করেছেন গামছা পলাশ। মিউজিক করেছেন তরিক। এতে অংকনের সহশিল্পীও গামছা পলাশ। গানটি ধ্রুব মিউজিক স্টেশনের গেল ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয়েছিল। এ দিকে গেল ঈদে অংকন বৈশাখী টিভি, এশিয়ান টিভি, চ্যানেলে টোয়েন্টি ফোরসহ আরো কয়েকটি টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেছেন। বিটিভির ঈদ বিশেষ অনুষ্ঠানেও অংকন সঙ্গীত পরিবেশন করেছেন। ঈদের পরপরই শুরু হয় স্টেজ শোতে তার ব্যস্ততা। ঢাকার রেডিসন ব্লুতে এরই মধ্যে স্টেজ শোতে অংশ নিয়েছেন অংকন। বলা যায় জিতু আর অংকন দুইজনই দুইজনের কাজে সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা