১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটকে অভিনয়ে অনবদ্য কেয়া পায়েল

নাটকে অভিনয়ে অনবদ্য কেয়া পায়েল -

এই প্রজন্মের দর্শকপ্রিয় আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। গেলো রোজার ঈদেও তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। যথারীতি গত কোরবানির ঈদেও তার অভিনীত কয়েকটি নাটক দর্শকের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। বিশেষত জাকারিয়া শৌখিন পরিচালিত ‘রূপকথা, পথিক সাধন পরিচালিত ‘মনে রেখো আমায়’ , মহিদুল মহিমের ‘মনের আকাশে তুমি’ ও তুহিন হোসেনের ‘মিলন মালা’ নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। চারটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তৌষিপ মাহবুব, ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ ও জোভান। তৌসিফের বিপরীতে আরো একটি নাটক ‘দ্বিধা’ শিগগিরই প্রকাশ পাবে। এটি পরিচালনা করেছেন মুহিদুল মহিম। কেয়া পায়েল বলেন, ‘চেষ্টা করি সব সময় ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে আমারই মনের মতো গল্পের নাটকে কাজ করার সুযোগ করে দেন। উল্লিখিত চারটি নাটকে আমার অভিনীত চরিত্রে যথেষ্ট ভিন্নতা রয়েছে। যে কারণে প্রত্যেকটি নাটকের জন্য বেশ ভালো রেসপন্স পাচ্ছি। সেটা রূপকথাই হোক বা মনে রেখো আমায় হোক বা মনের আকাশে তুমি হোক কিংবা মিলন মালা হোক। নাটকে যারা সহশিল্পী হিসেবে আছেন প্রত্যেকেই ভীষণ সহযোগিতাপরায়ণ। সহশিল্পীরাও আমার অভিনয় ভালো করার ক্ষেত্রে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে ভীষণ ভূমিকা রাখেন। তাই তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই দর্শকের প্রতিও কৃতজ্ঞতা রইলো। কারণ তাদের কারণেই কষ্ট করা, ভালো গল্পে কাজ করা। দর্শকের ভালোবাসায় প্রতিনিয়তই ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হই।’ অনেকেই এখন সিনেমাতে অভিনয়ে মনোযোগী হয়ে উঠছেন কেয়া পায়েল বলেন, ‘আমি সিনেমাতে অভিনয়ের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নই। আগে একটি সিনেমাতে কাজ করেছিলাম। পরবর্তীতে ভাবলাম যে সিনেমা বা বড় পর্দায় অভিনয় করার জন্য নিজেকে যথাযথভাবে আমার প্রস্তুত করেই আসতে হবে।’ কেয়া পায়েল জয়নাল আবেদীন পরিচালিত ‘ইন্দুবালা’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন আশিক চৌধুরী।


আরো সংবাদ



premium cement
গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

সকল